ক্রমিক নং |
কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর ও পদবী |
বন্টনকৃত দপ্তর |
বন্টনকৃত দায়িত্ব |
১. |
ড. মোঃ এনামুল হক অতিরিক্ত সচিব |
মহাপরিচালক |
১। স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিকল্প স্বাস্থ্য সেবার অর্থায়ন ও পরিকল্পনা সংক্রান্ত প্রমাণ ভিত্তিক গবেষণা ও সমীক্ষা পরিচালনা এবং তত্ত্বাবধান; ২। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহায়তা প্রদান সংক্রান্ত কার্যাবলী; ৩। মন্তণালয়ের গবেষণার বিষয় নির্ধারণ সংক্রান্ত কার্যাবলী; ৪। গবেষণার সুপারিশসমূহ বাস্তবসম্মত কৌশল/কর্মপরিকল্পনায় রুপান্তর সংক্রান্ত কার্যক্রম; ৫। ইউনিটের কর্মপরিকল্পনা প্রণয়নে দিক নির্দেশনা প্রদান; ৬। ইউনিটের জন্য প্রয়োজনীয় দেশী/বিদেশী পরামর্শক ও কর্মকর্তা/কর্মচারী নিয়োগ; ৭। ইউনিটের গবেষণা এজেন্ডা নির্ধারণ সংক্রান্ত কার্যাবলী; ৮। HNP সেক্টরে দারিদ্র নিরসন সংক্রান্ত কার্যাবলী; ৯। Social Determinants of Health (CMH) এবং Millennium Development Goals (MDGs) সংক্রান্ত কর্মকান্ড; ১০। ইউনিটের কর্মকর্তাদের জন্য নির্ধারিত কাজ পরিদর্শনসহ কার্যক্রম মানসম্মতভাবে ও যথাসময়ে নিস্পন্ন নিশ্চিতকরণ; ১১। মন্ত্রণালয়ের সার্বিক কার্য সম্পাদনে সচিবকে যথাযথ সহযোগিতা প্রদান এবং ১২। ইউনিটের কর্মকর্তাদের কাজের সমতা/সামঞ্জস্য বিধানের লক্ষ্যে প্রয়োজনে অভ্যন্তরীণভাবে কার্য পূণ:বন্টন। |
২. |
ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান যুগ্ম সচিব |
পরিচালক (প্রশাসন)
|
১। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রশাসনিক ও পার্সোনেল কার্যাবলী; ২। স্থানীয় প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী; ৩। আর্থিক ব্যবস্থাপনা ও অডিট সংক্রান্ত কার্যাবলী; ৪। বৈদেশিক প্রশিক্ষন সংক্রান্ত কার্যাবলী; ৫।সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় সংক্রান্ত কার্যাবলী; ৬। ইউনিটের বার্ষিক অপারেশনাল প্ল্যান; ফাইন্যানসিয়াল প্ল্যান ও ব্যয় বিবরণী Road Map প্রণয়ন; ৭। ইউনিটের কর্মকর্তাদের জন্য নির্ধারিত কাজ নিয়মিত পরিদর্শনসহ কার্যক্রম মানসম্মতভাবে ও যথাসময়ে সম্পন্নের বিষয়ে সমন্বয় সাধন; ৮। Sustainable Development Goals (SDGs) এবং Universal Health Coverage (UHC) সংক্রান্ত কার্যাবলী; ৯। Public Expenditure Review (PER), National Health Accounts (NHA), Beneficiary Incidence Analysis (BIA) সংক্রান্ত কার্যাবলী; ১০। সংশ্লিষ্ট বিষয়ে Dissemination ইত্যাদি; ১১। ইউনিটের সার্বিক কার্য সম্পাদনে ইউনিট প্রধান/মহাপরিচালককে যথাযথ সহযোগীতা প্রদান; এবং ১২। কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী। |
৩. |
ড. সৈয়দা নওশীন পর্ণিনী উপসচিব |
পরিচালক (গবেষণা) |
১। Alternative Health Care Financing সংক্রান্ত কার্যাবলী; ২। Economic Evaluation সম্পর্কিত গবেষণা পরিচালনা/ তদারকি কার্যাবলী; ৩। স্বাস্থ্য অর্থনীতি বিষয়ক গবেষণা সমূহের Policy Brief এবং Notes প্রণয়ন সংক্রান্ত কার্যাদি সমন্বয়; ৪। SSK এবং QIS সংক্রান্ত কার্যাবলী; ৫। গবেষণা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা; পরীক্ষামূলক কর্মসূচী গ্রহণ ও সমন্বয় সংক্রান্ত কার্যাবলী; ৬। সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় সংক্রান্ত কার্যাবলী; ৭। গবেষণালব্ধ ফলাফল Dissemination সংক্রান্ত পরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন সমন্বয়; ৮। স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে বার্ষিক সম্মেলন (Annual Conference) সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কার্যাবলী এবং Annual Report (বার্ষিক প্রতিবেদন) প্রস্তুত ও প্রকাশনা সংক্রান্ত কার্যক্রম; ৯। দেশী, বিদেশী বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ স্থাপন সংক্রান্ত কার্যক্রম; ১০। ইউনিটের সার্বিক কার্য সম্পাদনে ইউনিট প্রধান/মহাপরিচালক-কে যথাযথ সহযোগিতা প্রদান; ১১। ইউনিটের কর্মকর্তাদের জন্য নির্ধারিত কাজ নিয়মিত কাজ নিয়মিত পরিদর্শনসহ কার্যক্রম মানসম্মতভাবে ও যথাসময়ে সম্পন্নের বিষয়ে সমন্বয় সাধন; এবং ১২। কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী।
|
৪. |
ডা: মুহাম্মদ মইনুল হক খান উপসচিব |
উপপরিচালক-১ |
১। কর্মচারী প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী; ২। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী; ৩। BNHA সংক্রান্ত কার্যাবলী; ৪। ইউনিটের গৃহীত কার্যক্রম/জারীকৃত নির্দেশনার বাস্তবায়য়ন পরিবীক্ষণ; ৫। APA সংক্রান্ত কার্যাবলী; ৬। সিটিজেন চার্টার সংক্রান্ত কার্যাবলী; ৭। পরামর্শক (দেশী-বিদেশী) সংক্রান্ত কার্যাবলী; ৮। মাসিক সমন্বয় সভা সংক্রান্ত কার্যাবলী এবং ৯। কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী। |
৫. |
জনাব মোহাঃ দবির আল কাদের উপসচিব |
উপপরিচালক-২ |
১। OP, PIP, Road Map সংক্রান্ত কার্যাবলী; ২। আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা সংক্রান্ত কার্যাবলী; ৩। প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যাবলী; ৪। Innovation সংক্রান্ত কার্যাবলী; ৫। দেশীয় প্রতিষ্ঠানের সাথে Collaboration সংক্রান্ত কার্যাবলী; ৬। শুদ্ধাচার সংক্রান্ত কার্যাবলী এবং ৭। কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী। |
৬. |
উপপরিচালক-৩ |
১। স্বাস্থ্য সেবার বিকল্প অর্থায়ন (Alternative Health Care Financing) সংক্রান্ত গবেষণা কার্যাবলী পরিচালনা/তদারকি: যেমন- ক) সামাজিক স্বাস্থ্য বীমা (Social Health Insurance); খ) কমিউনিটি স্বাস্থ্য বীমা (Community Health Insurance); গ) ইউজার ফি (User Fee); ঘ) চাহিদা ভিত্তিক অর্থায়ন (Demand Side Financing); ২। দেশী/ বিদেশী ছাত্র ও গবেষণা/ ডিজারটেশন/থিসিস ইত্যাদি কাজে সহায়তা প্রদান; ৩। Health Care Financing Strategy সংক্রান্ত কার্যাবলী; ৪। SSK সংক্রান্ত কার্যাবলী; ৫। e-Filing সংক্রান্ত কার্যাবলী; ৬। WHO Biennium সংক্রান্ত কার্যাবলী; ৭। National Social Security Strategy (NSSS) সংক্রান্ত কার্যাবলী এবং ৮। কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী। |
|
৭. |
জনাব সাঈদা পারভীন সিনিয়র সহকারী সচিব |
উপপরিচালক-৪ |
১। Efficiency & Effectiveness সম্পর্কিত গবেষণা কার্যাবলী পরিচালনা/তদারকি কার্যাবলী: যেমন- ক) Economic Evaluation of Health Care; খ) Resource Allocation; গ) Accountability Analysis; ঘ) Health Service Delivery; ঙ) Impact Analysis; ২। সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত কার্যাবলী; ৩। সংশ্লিষ্ট বিষয়ে গবেষণালব্ধ ফলাফল Dissemination সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও কর্মকৌশল প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী; ৪। HEU Website-HEU Resource Center সংক্রান্ত কার্যাবলী; ৫। বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রকাশনা সংক্রান্ত কার্যাবলী; ৬। QIS সংক্রান্ত কার্যাবলী; ৭। বার্ষিক সম্মেলন আয়োজন (Annual Health Economics Conference) এবং ৮। কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী। |
পরিচালক (প্রশাসন) এর অধীনে উপপরিচালক-১ ও উপপরিচালক-২ এবং পরিচালক (গবেষণা) এর অধীনে উপপরিচালক-৩ ও উপপরিচালক-৪ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ দায়িত্ব পালন করবেন। |