১. সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা
সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির জন্য প্রাতিষ্ঠানিক রুপরেখা কি হবে - তা নির্ধারণ করা;
স্বাস্থ্য নায্যতা তহবিল/জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা অফিসের (Health Equity Fund/National Health Security Office) কাঠামোর কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করা;
হত দরিদ্রদের জন্য সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (SSK) বাস্তবায়ন করা ও
দারিদ্র্য সীমার নিচে অবস্থিত জনগণের জন্য সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রণয়ন করা।
২. অর্থায়ণ এবং জনস্বাস্থ্য সেবাসমূহ জোরদার করা
চাহিদা ও দক্ষতা (Performance) ভিত্তিক অর্থবরাদ্দ করার নীতি বাস্তবায়ন;
মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের মত ফলাফল-ভিত্তিক অর্থায়ন (Result Based Financing) জোরদার করা ও সম্প্রসারণ করা;
স্বাস্থ্য সেবা প্রদান বাবদ গৃহীত ফিস (User Fee) সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য রাখা।
৩. জাতীয় পর্যায়ে সামর্থ্য বৃদ্ধি করা
স্বাস্থ্য খাতে অর্থায়ণ সম্পর্কিত তথ্য বিনিময় প্ল্যাটফর্ম/জ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করা এবং এ সংক্রান্ত বিভিন্ন সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রণয়ন ও ব্যবস্থাপনায় সক্ষমতা তৈরী করা;
আর্থিক ব্যবস্থাপনা এবং দায়বদ্ধতা জোরদার করা;
পরীবিক্ষণ ও মূল্যায়ন জোরদার করা; এবং
প্রয়োজনীয় জনবল (নার্স, প্যারামেডিকস এবং মেডিক্যাল টেকনোলজিস্ট) বৃদ্ধির উপায় বের করা।