Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুন ২০২০

রুপকল্প/অভিলক্ষ্য/কার্যাবলী

রূপকল্প: সর্বজনীন স্বাস্থ্যসেবা।

 

অভিলক্ষ্য: স্বাস্থ্য খাতে সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহীতার সর্বোচ্চ সন্তুষ্টি বিধান।

 

প্রধান কার্যাবলী -

 

১। স্বাস্থ্য সেবায় অর্থায়ন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ণ;


২। Bangladesh National Health Accounts (BNHA) ও স্বাস্থ্য খাতের Public Expenditure Review (PER) প্রতিবেদন প্রকাশ;


৩। প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার আয়োজন; গবেষণা সম্পাদন ও ফলাফল অবহিতকরণ;


৪। স্বাস্থ্য খাতে বিকল্প অর্থায়নের সুযোগ সৃষ্টি ও সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে আর্থিক প্রতিবন্ধকতা দূরীকরণ;


৫। ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচী (SSK)’ পাইলট প্রকল্প উপজেলার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ এবং স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির ব্যবহার;


৬। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে Gender Equity Action Plan (GEAP) বাস্তবায়ন: জেন্ডার বিশ্লেষণ, জেন্ডার সংবেদনশীল সূচকের (Indicator) সাহায্যে জেন্ডার রিপোর্টিং নিশ্চিতকরণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতায় সারভাইভারদের (survivor) মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে উদ্যোগ গ্রহণ;


৭। স্বাস্থ্য খাতে এনজিও ডাটাবেজের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ এবং মনিটরিং ও পলিসি প্রণয়নে সহায়তা প্রদান;


৮। সর্বজনীন স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন এবং মনিটরিং ও ইভাল্যুয়েশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন;


৯। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন রোগের প্রটোকল, SOP প্রস্তুতকরণ, স্বাস্থ্য সেবা প্রদানকারীদের TOT প্রদান এবং সেবা সম্পর্কিত কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন;


১০। জেলা হাসপাতালকে মডেল হাসপাতাল হিসাবে গড়ে তোলা।