০৫/০৩/২০২০ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর সভাকক্ষে MID Term Review (MTR) প্রক্রিয়ার অংশ হিসেবে Independent Review Team (IRT) এর সাথে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে এর অধীন সকল কম্পোনেন্টের কর্মকর্তা, পরামর্শক এবং Independent Review Team (IRT) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।