২০১৮-২০১৯ অর্থবছরে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক সম্পাদিতব্য “Utilization of SSK Services by SSK Cardholders” শীর্ষক গবেষণার একটি Dissemination Workshop ২২/০৬/২০২০ খ্রি: রোজ সোমবার বেলা ১০.০০ টায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ।