Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২০

Consultation Workshop on Methodology Validation for the Study "Promoting Sustainable Conducive Environment for Female Health Workforce for a Gender Equitable Health System"


প্রকাশন তারিখ : 2020-01-30

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধীন জিএনএসপি ইউনিটের  "Promoting Sustainable Conducive Environment for Female Health Workforce for a Gender Equitable Health System"  শীর্ষক স্টাডি/গবেষণা পরিচালনার জন্য  S.N Associates প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। বর্নিত স্টাডি/গবেষণার জন্য উক্ত প্রতিষ্ঠানের Methodology সিদ্ধকণের (Validation) নিমিত্ত ২৯ জানুয়ারী, ২০২০ খ্রিঃ তারিখ বুধবার দুপুর ২ টায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সম্মেলন কক্ষে Consultation Workshop অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জনাব ড. মোঃ মাহাদৎ হোসেন মাহমুদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সভাপতিত্ব করেন।