স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের স্বাস্থ্য সুরক্ষা কর্মসুচি (এসএসকে)-র আওতায় 'Training on Claim Management of Shasthyo Surokhsha Karmasuchi (SSK)' বিষয়ে ১২ মার্চ ২০২০ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ০৯.৩০ ঘটিকায় শহীদ ডা: শামসুল আলম খান মিলন সভাকক্ষ, বিএমএ ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ শাহাদৎ হোসেন মাহমুদ।