১৬, ১৮, ১৯, ২২ এবং ২৩ মার্ছ ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) কার্যদিবসে অনুষ্ঠিতব্য Short Training Course on Efficiency in Health care Management for Achieving SDG Goals শীর্ষক প্রশিক্ষটি স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সম্মেলন কক্ষে ১৬/০৩/২০২০ খ্রি. তারিখে সকাল ৯.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ শাহাদৎ হোসেন মাহমুদ।