Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশন তারিখ : 2024-01-28

পরামর্শমূলক কর্মশালা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যে সুরক্ষা কর্মসূচি (এসএসকে) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের

মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ এনামুল হক। এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপ-পরিচালক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, ডাঃ মোঃ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিব আহসান, আরএমও ডাঃ বিপুল বালো, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু, বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম মোল্লা রওশন প্রমুখ।