Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০২০

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধীন বিএনএইচএ সেল এর উদ্দ্যোগে আযোজিত BNHA-VI গবেষণার Methodology সিদ্ধকরণের (Validation) নিমিত্তে কর্মশালা ১৯/০৫/২০২০ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2020-05-19

 

 

স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধীন বিএনএইচএ সেল সারাদেশে স্বাস্থ্য সেবার যাবতীয় ব্যয়ের হিসাব সম্বলিত Bangladesh National Health Account (BNHA) প্রণয়ন করে থাকে। ইতিমধ্যে বিএনএইচএ সেল হতে পাঁচটি BNHA প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠ রাউন্ড BNHA প্রকাশনার উদ্যোগ নেয়া হয়েছে। 

 

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবকিছুই স্থবির হয়ে পড়েছে। চলমান বৈশ্বিক তথা জাতীয় এ সংকট, দুর্যোগ ও নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ১৯/০৫/২০২০ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সভাকক্ষে (কক্ষ নং -৪০৮, ৪র্থ তলা, আনসারী ভবন)  BNHA-VI গবেষণাটির Methodology সিদ্ধকরণের (Validation) নিমিত্তে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনা মেনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্প্রশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ শাহাদৎ হোসেন মাহমুদ সভাপতিত্ব করেন।