গত ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মাননীয় মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. মোঃ এনামুল হক । এসময় মাননীয় মন্ত্রী জনাব, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি বর্ধন জং রানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।